বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, (২৩ ডিসেম্বর)।
ফেসবুকের টাইমলাইন আবারও নতুন করে সাজাতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতিটাইমলাইনে পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক। জানা গেছে, ব্যবহারকারীর কভার ফটো, নেভিগেশন পদ্ধতিসহ বেশ কিছু ফিচারে পরিবর্তন আনছেফেসবুক।
এ প্রসঙ্গে ফেসবুকের একজন মুখপাত্রজানিয়েছেন, নতুন টাইমলাইন ফিচারটি পরীক্ষা করে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।নতুন ফেসবুক টাইমলাইনে ভিন্নরূপে আবারও ফিরে আসছে ট্যাব। এ ছাড়াও কভারফটোর সঙ্গে থাকবে ব্যবহারকারীর পরিচয় ও প্রোফাইল ছবি। প্রোফাইলের সবারওপরে সাবস্ক্রাইবার সংখ্যা দেখানো হবে।
এদিকে, টাইমলাইন পরিবর্তন ছাড়াওফেসবুক বার্তার ক্ষেত্রেও পরিবর্তন আনছে ফেসবুক। জানা গেছে, অপরিচিত কাউকেবার্তা পাঠাতে হলে এক ডলার করে খরচ করতে হবে।