বদলে যাচ্ছে ফেসবুক টাইমলাইন

0
256
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, (২৩ ডিসেম্বর)

 

ফেসবুকের টাইমলাইন আবারও নতুন করে সাজাতে পারে ফেসবুক কর্তৃপক্ষসম্প্রতিটাইমলাইনে পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুকজানা গেছে, ব্যবহারকারীর কভার ফটো, নেভিগেশন পদ্ধতিসহ বেশ কিছু ফিচারে পরিবর্তন আনছেফেসবুক
এ প্রসঙ্গে ফেসবুকের একজন মুখপাত্রজানিয়েছেন, নতুন টাইমলাইন ফিচারটি পরীক্ষা করে দেখছে ফেসবুক কর্তৃপক্ষনতুন ফেসবুক টাইমলাইনে ভিন্নরূপে আবারও ফিরে আসছে ট্যাবএ ছাড়াও কভারফটোর সঙ্গে থাকবে ব্যবহারকারীর পরিচয় ও প্রোফাইল ছবিপ্রোফাইলের সবারওপরে সাবস্ক্রাইবার সংখ্যা দেখানো হবে
এদিকে, টাইমলাইন পরিবর্তন ছাড়াওফেসবুক বার্তার ক্ষেত্রেও পরিবর্তন আনছে ফেসবুকজানা গেছে, অপরিচিত কাউকেবার্তা পাঠাতে হলে এক ডলার করে খরচ করতে হবে

 

 

 

 

শেয়ার করুন