বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, (২৩ ডিসেম্বর)। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা এক ধরনের লাইট এমিটিং ডায়োড বা এলইডি বৈদ্যুতিক বাতি তৈরি করেছেন, যা মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে জ্বলে। গবেষকেরা আশা করছেন, এ বাতি ব্যবহার করে প্রায় ১৫০ কোটি মানুষের কাছে বৈদ্যুতিক আলো পৌঁছে দেওয়া যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। গবেষকেরা নতুন এ এলইডি বৈদ্যুতিক বাতির নাম দিয়েছেন ‘গ্র্যাভিটি লাইট’। এ বাতি জ্বালাতে ব্যবহার করা হয় বস্তাভর্তি বালু, পাথর বা ভারী উপাদান। ডাইনামো পদ্ধতিতে দড়ির প্রান্তের সঙ্গে বাঁধা থাকে বস্তাটি। মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে এ বস্তাটি ওঠানামার মাধ্যমে তৈরি হতে থাকে বিদ্যুত্। গবেষকেরা জানিয়েছেন, মাত্র তিন সেকেন্ড বস্তাটি ওঠানামা করলে যে পরিমাণ বিদ্যুত্ উত্পন্ন করে তা প্রায় ৩০ মিনিট বাতি জ্বালাতে পারে। যুক্তরাজ্যের ডেসিওয়াট নামের একটি নকশাকারী প্রতিষ্ঠান গ্র্যাভিটি লাইট তৈরি করেছেন। গবেষকেরা এক হাজার বাতি ভারত ও আফ্রিকার দরিদ্র মানুষদের বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করেছেন।