নাটোরে পুলিশি বাধার মধ্যে দিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
154
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক,নাটোর (২৩ ডিসেম্বর): বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ আটক বিএনপি নেতাদের মুক্তির দাবী ও তত্বাবধায়ক সরকার পূর্নবহালের দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতা-কর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশী বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে এগুতে লাগলে পুলিশ আবারো বাধা দেয়। বাধা পেয়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ফিরে গিয়ে এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক,সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ। বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেয়া হয়।

 

সম্পাদনা, আনোয়ার  হোসেন আলীরাজ নিউজরুম

 

 

শেয়ার করুন