সিংড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
184
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক (২৩ ডিসেম্বর) : মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুদার দুলু’র নিঃশর্ত মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নাটোরের সিংড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিংড়া শহর বিএনপির আয়োজনে সকালে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সম্পাদকের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল এসে শহর বিএনপির কার্যালয়ে সমাবেত হয়। সকাল ১১টায় এক বিশাল মিছিল থানা ও জয়বাংলা মোড় ঘুরে বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়।

এসময় হাজারো মানুষের শেস্নাগানে সিংড়া পৌর শহর মুখরিত হয়ে উঠে। পরে দুপুর ১২টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ডে সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দুর্নীতি, দুঃশাসনের কঠোর সমালোচনা করে অবিলম্বে পদত্যাগ দাবি করেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি ও শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, যুবদল নেতা তিতুমীর রেজা , শহর যুবদলের আহবায়ক রুহুল আমিন, থানা  ছাত্র দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বুলেট, সহ-সভাপতি রায়হান কবির, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান সাধু, সাবেক জিএস আতাউল গনী পলাশ প্রমূখ।

এসময় শহর বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম, বিএনপি নেতা লোকমান হাবিব, হাসান মাষ্টার, শহর যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম বাবলু ও আব্দুল মালেক, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, শ্রমিক দল সভাপতি আহসান হাবিব রোজ, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক রকিব হাসান, থানা ছাত্রনেতা আপেল মাহমুদ ও শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন ।

 

সম্পাদনা, আনোয়ার হোসেন আলীরাজ নিউজরুম   

 

শেয়ার করুন