চবিতে আর্ন্তজাতিক কম্পিউটার ও প্রযুক্তি সম্মেলন শুরু

0
181
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, (২৩ ডিসেম্বর)

 

গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)আর্ন্তজাতিককম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্মেলন শুরু হয়েছেসকালেবিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে তিনদিনব্যাপী এ সম্মেলনেরউদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদপ্রধান অতিথিরবক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, বিজ্ঞানের আশীর্বাদে একুশ শতক হবে মানুষেরজন্য এক উজ্জ্বল সম্ভাবনাময় বিশ্বসুস্থ পরিবেশে নিরাপদ ও বাসযোগ্য নতুনপৃথিবী গড়ার লক্ষ্য অর্জনে বিজ্ঞান হবে উন্নয়নের অন্যতম বাহনশিক্ষার্থীদের তাই বিজ্ঞানমনস্ক হতে হবেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিতরূপকল্প-২০২১ বাস্তবায়নে দেশ এগিয়ে চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের যেকোনো স্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ব্রাউজিং, ডাউনলোড বা ভিডিও কলের সুবিধা নিশ্চিত করতে পারলেই দেশবাসী ডিজিটালবাংলাদেশের সুবিধা পাবেন

চবি উপাচায্র্া অধ্যাপক মো. আনোয়ারুলআজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ওযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খানঅনুষ্ঠানেঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যে অধ্যাপক ড.মো. আলাউদ্দিন, যুক্তরাষ্ট্রের ওল্ড ডমিনিয়ান বিশ্ববিদ্যালয়েরভাইস-প্রেসিডেন্ট ফর রিসার্চ ও ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কমিটির সভাপতিঅধ্যাপক ড. মোহাম্মদ আতাউল করিম, সম্মেলন আয়োজন কমিটির কো-চেয়ার ও চবিকম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নুরুলমোস্তফা প্রমুখ

 

শেয়ার করুন