বাজেটের সুষ্ঠু ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রী’র

0
204
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনিতী ডেস্ক, (২৩ ডিসেম্বর)রাষ্ট্রের সম্পদ এবং উন্নয়ন বাজেটের সুষ্ঠুব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীশেখ হাসিনারোববার সকালে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের জাতীয়সম্মেলনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রীঅনুষ্ঠানে বিদ্যুখাতে সরকারেরদেয়া ভর্তুকির যৌক্তিকতা তুলে ধরেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘যে পরিমান টাকা আমরা বাজেটে রাখি, তা যদি সঠিকভাবে খরচ করা হতো, তবে গ্রাম-বাংলার চেহারা পাল্টে যেত
দেশের মাঠ পর্যায়ে কাজ করেন ৩ লাখেরও বেশি ডিপ্লোমো প্রকৌশলীসরকারেরউন্নয়ন কর্মসূচীর একটি বড় অংশ বাস্তবায়ন হয় এদের হাত ধরেইমাঠ পর্যায়েররাস্তাঘাট ব্রিজ কালভার্টসহ উন্নয়ন আর উপাদনের ৮৫ ভাগ বাস্তবায়ন করেনডিপ্লোমো প্রকৌশলীরা
তাই দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহবান জানালেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও নাগরিক সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যনিয়েই কাজ করছে সরকারতাই উন্নয়নের প্রধান নিয়ামক বিদ্যুতের উপাদননিশ্চিত করতেই সরকারকে এই খাতে ভর্তুকি দিতে হয়েছে
এ নিয়ে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ভর্তুকি আসলেদেশের উন্নয়নের জন্য বিনিয়োগপ্রধানমন্ত্রী বললেন তার সরকারের উন্নয়ন শুধুশহরকেন্দ্রিক নয়
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে সরকারের কর্মসূচি বাস্তাবয়নেনিষ্ঠার সাথে কাজ করতে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহবান জানালেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

শেয়ার করুন