স্পোপটে ডেস্ক, ঢাকা, (২৩ ডিসেম্বর) ‘লিটল মাস্টার’ খ্যাত ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান শচীন তেন্ডুলকর একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর নেবার ঘোষণা দিয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই জানাচ্ছে একথা।
বোর্ডের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মি. তেন্ডুলকর বিসিসিআই প্রেসিডেন্ট এ শ্রীনিবাসনের সঙ্গে কথা বলে তার অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
মি. তেন্ডুলকর যে বিবৃতি দেন, তাতে তিনি বলেন, ‘আমি ক্রিকেটের এক দিনের ফরমেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ হবার স্বপ্ন পূরণ হওয়ায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি’।
“বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ হবার স্বপ্ন পূরণ হওয়ায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি”
শচীন তেন্ডুলকর
মি. তেন্ডুলকর আরও বলেন, ‘২০১৫ সালে বিশ্বকাপ শিরোপা অক্ষুণ্ণ রাখতে হলে ভারতীয় দলের এখনই প্রস্তুতি নেয়া শুরু করা উচিত’।
৩৯ বছর বয়েসী শচীন তেন্ডুলকরের সর্বশেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে।
এশিয়া কাপের এই ম্যাচটি ঢাকার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ওই ম্যাচে তিনি একটি অর্ধশতক হাঁকিয়েছিলেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মি. তেন্ডুলকর এ পর্যন্ত ৪৬৩ টি ম্যাচ খেলে ১৮,৪২৬ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৯টিই ছিল শতক। ম্যাচ, রান এবং শতকের সংখ্যার বিচারে প্রতিটি ক্রিকেট অঙ্গনে এক একটি রেকর্ড।