বিভাগ দাবিতে বৃহত্তর ময়মনসিংহে জোর প্রচারণা : ২৯ ডিসেম্বর গণমিছিল

0
283
Print Friendly, PDF & Email

ময়মনসিংহ (২৩ ডিসেম্বর) : বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার সমন্বয়ে ময়মনসিংহ বিভাগ দাবিতে জোরালো প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

দাবি আদায়ের লক্ষ্যে ২৯ ডিসেম্বর ৬ জেলার সমন্বয়ে ময়মনসিংহ শহরে বিশাল গণমিছিল করা হবে। ইস্যুটিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ইতোমধ্যে সক্রিয় হয়ে মাঠে নেমেছেন নাগরিক নেতারা।

আগামী ৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ময়মনসিংহ সফরে এ দাবি পূরণের জন্য অনুরোধ জানানোর জন্য গণমিছিলে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছেন সমাজ প্রতিনিধিরা।

প্রায় দুই যুগ ধরে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের প্রস্তাবনা ঝুলে আছে। নানা টানাপোড়েন, অন্তর্ঘাতে বারবার এ দাবির অপমৃত্যু ঘটছে।

 

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে আবার পুনরুজ্জীবিত হচ্ছে ময়মনসিংহবাসীর এ প্রাণের দাবি।

নাগরিক সমাজের ভাষ্যমতে, দেশের প্রধান দুটি রাজনৈতিক দল ময়মনসিংহ বিভাগ দাবিকে সমর্থন করলেও অতীত সরকারগুলো ময়মনসিংহকে বিভাগ করেনি। দশম জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে।

 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের মানুষ চায় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতিহারে এ ব্যাপারে সুনির্দিষ্ট অঙ্গীকার থাকুক।

সূত্র মতে, আগামী ৩ জানুয়ারি ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুরে শহরের সার্কিট হাউজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী ময়মনসিংহের উন্নয়নে বিভাগ ঘোষণা করবেন, এমনটি আশা করেন এ অঞ্চলের দল-মত নির্বিশেষে সকল স্তরের মানুষ।

সূত্র মতে, ময়মনসিংহ বিভাগের দাবিতে জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ ইতোমধ্যে ময়মনসিংহ-৪-সদর আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মতিউর রহমান, জেলা প্রশাসক মো: লোকমান হোসেন মিয়া ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুকে স্মারকলিপি দিয়েছেন।

এক দফা এক দাবি ময়মনসিংহ বিভাগ দাবি এমন শ্লোগান দিয়ে ময়মনসিংহ বিভাগ বা¯Íবায়ন সাংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান বাংলানিউজকে বলেন, ময়মনসিংহের উন্নয়ন প্যাকেজে জনগণের স্বপ্ন ও প্রত্যাশার শিরোনাম ময়মনসিংহ বিভাগ।

তিনি বলেন, একই ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির উত্তরাধিকার প্রায় আড়াই কোটি অধিবাসী অধ্যুষিত উপমহাদেশের অন্যতম বৃহৎ জেলা ময়মনসিংহ অত্যন্ত যৌক্তিক কারণেই বিভাগে উন্নীত হওয়ার দাবি রাখে।

আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ জানুয়ারি ময়মনসিংহ সফরে আমাদের এ দাবি পূরণ করবেন।Õ

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম বাংলানিউজকে বলেন, গত শনিবার বিকেলে শহরের টাউনহল শহীদ মিনার প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রতিনিধি সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সমাবেশে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ গ্রহণ করে ময়মনসিংহ বিভাগের দাবিটি পুনরায় উত্থাপনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।

পাশাপাশি, আগামী ২৯ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহের সর্বস্তরের জনতাকে বিভাগ বাস্তবায়নের দাবিতে গণমিছিলে যোগ দেয়ার আহবান জানান তিনি।

নিউজরুম

শেয়ার করুন