স্পোর্টস ডেস্ক (২৩ ডিসেম্বর) ভারতের ক্রিকেট কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
রোববার ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এ তথ্য নিশ্চিত করেছে।
শচীন রমেশ টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসের উঁচুমানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৄত। তিনি টেস্ট ক্রিকেট ও আন্তর্জাতিক একদিনের খেলায় সর্বোচ্চ সংখ্যক শতকের মালিকসহ বেশ কিছু বিশ্ব রেকর্ডধারী। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের খেলা ও টেস্ট ম্যাচ মিলিয়ে শততম শতক করেন।
বাংলাদেশের বিপক্ষে ২০১২ সালের এশিয়া কাপ চারদেশীয় ক্রিকেট ম্যাচে তিনি এ রেকর্ড করেন। আন্তর্জাতিক একদিনের খেলার ইতিহাসে একমাত্র ডাবল সেঞ্চুরির মালিকও তিনি। ২০০২ সালের উইসডেন এর একটি নিবন্ধে তাকে স্যার ডন ব্র্যাডম্যানের পরে বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট ক্রিকেটার বলে অভিহিত করা হয়েছে। তিনি ১৯৯৭ – ১৯৯৮ সালের জন্য ভারতের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন। টেন্ডুলকার ১৯৯৭ সালে উইসডেনের বর্ষসেরা ক্রিকেটার ছিলেন।
নিউজরুম