বিঙ্গান ও প্রযুক্তি ডেস্ক, ২২ ডিসেম্বর ।।ঈর্ষা এবং প্রতিহিংসা একটা মানুষকে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে তার সাম্প্রতিকতম উদাহরণ অ্যাডাম লানজা। মা তার চেয়ে স্কুলের শিক্ষার্থীদের বেশি ভালোবাসেন, এমন সন্দেহের বশে লানজা গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে স্যান্ডি হুড স্কুলে ২০ শিশুসহ ২৮ জনকে গুলি করে হত্যা করে।
এ ভয়াবহ ঘটনার পর এর কারণ খুঁজতে গিয়ে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। লানজার মানসিক সুস্থতার বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে।
লানজার সহপাঠী ট্রেভার টড জানিয়েছেন, একবার লানজা তাকে জানিয়েছিল তার একটি শয়তানের ওয়েবসাইট রয়েছে। তাতে কালো ব্যাকগ্রাউন্ডের ওপর গোথিক স্টাইলে বড় বড় লাল অক্ষরে লেখা ছিল ‘ডেভিল’। দুর্ধর্ষ গেম খেলার দিকেও ঝোঁক ছিল তার। এটাই তাকে ভয়ঙ্কর করে তুলেছিল।
অবশ্য লানজার মা ন্যান্সি তাকে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানোর পরিকল্পনা করছিলেন। লানজা এটা মেনে নিতে পারেনি।
স্যান্ডি হুক স্কুলে স্বেচ্ছাসেবী সহযোগী হিসেবে মা ন্যান্সি কাজ নেওয়ার পর থেকেই প্রতিহিংসায় ভুগছিলো লানজা। সে ভাবত, মা তাকে নয় বেশি ভালোবাসেন স্কুলের শিশুগুলোকে। লানজাদের প্রতিবেশী জোশুয়া ফ্ল্যাশম্যান নামের এক যুবক একথা জানান।
জোশুয়া বলেন, “লানজা ভাবত ওর মা ওকে ভালোবাসেন না কিন্তু আমি জানতাম তিনি ওকে ভীষণ ভালোবাসতেন। আসলে ও কিছুটা বিকারগ্রস্ত ছিল।”
কানেকটিকাটের চিফ মেডিকেল একজামিনার ড. এইচ ওয়েন কারভার একজন শীর্ষ জেনেটিক বিশেষজ্ঞকে ডেকে পাঠিয়েছেন লানজার মস্তিষ্ক পরীক্ষা করে দেখার জন্য। এই বিশেষজ্ঞ দেখার চেষ্টা করবেন মস্তিষ্কের কোন ধরনের বিকৃতি তাকে এমন হত্যাকারী দানবে পরিণত করেছিল।
অ্যাডাম লানজার ভাই রায়ান লানজা পুলিশকে অবশ্য জানিয়েছেন তার ভাইয়ের অ্যাসপারজার্স সিনড্রম (অটিজম সংক্রান্ত) ছিল। তবে তা এমন ভয়াবহ রূপ নেওয়ার মতো ছিল না।
একটি ম্যাগাজিনের খবরেও বলা হয়েছে, লানজা এক ধরনের ভুতুড়ে ওয়েবসাইট ও আত্মহত্যার কথোপকথনের (সুইসাইড চ্যাটরুম) সাইটগুলো ভিজিট করত।
নিউজরুম