পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরিকে মনোনয়ন দিলেন ওবামা

0
434
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক, ২২ ডিসেম্বর ।।ওবামা প্রশাসনের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন ম্যাসাচুসেটসের সিনেটর জন কেরিশুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা এ সিদ্ধান্তের কথা জানানখবর বিবিসি

 

 ওবামা বলেন, জন কেরি যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর হওয়ার জন্য যোগ্য ব্যক্তিতিনি সারাজীবন নিয়মতান্ত্রিক জীবন যাপন করেছেনএজন্য বিশ্ব নেতাদের সম্মানও কুড়িয়েছেন কেরি

 

 ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন কেরিবর্তমানে তিনি সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেনযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন কেরিহিলারি ইতোমধ্যেই ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন

 

 জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী পদে তার প্রার্থিতা পরিহার করার পর কেরিকে এ পদে মনোনীত করার সিদ্ধান্ত নেন ওবামাকিন্তু তখন কানেটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনে স্কুলশিশু হত্যার ঘটনায় জাতীয় শোকের কারণে তাক্ষণিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেয়া হয়নি

 

নিউজরুম

 

শেয়ার করুন