আর্ন্তজাতিক ডেস্ক, ২২ ডিসেম্বর ।।ওবামা প্রশাসনের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন ম্যাসাচুসেটসের সিনেটর জন কেরি। শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা এ সিদ্ধান্তের কথা জানান।খবর বিবিসি
ওবামা বলেন, জন কেরি যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর হওয়ার জন্য যোগ্য ব্যক্তি। তিনি সারাজীবন নিয়মতান্ত্রিক জীবন যাপন করেছেন। এজন্য বিশ্ব নেতাদের সম্মানও কুড়িয়েছেন কেরি।
২০০৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন কেরি।বর্তমানে তিনি সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন কেরি। হিলারি ইতোমধ্যেই ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী পদে তার প্রার্থিতা পরিহার করার পর কেরিকে এ পদে মনোনীত করার সিদ্ধান্ত নেন ওবামা।কিন্তু তখন কানেটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনে স্কুলশিশু হত্যার ঘটনায় জাতীয় শোকের কারণে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেয়া হয়নি।
নিউজরুম