রংপুর (২২ ডিসেম্বর) : রংপুর সিটি কপোরেশন (রসিক) নির্বাচনে পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ডালিম মিয়া (২৮) নামে এক ব্যক্তি শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের পরাজিত দুই কাউন্সিলর প্রার্থী বেলাল হোসেন(বক মার্কা) ও শামছুল আলম(হাতি মার্কা)পরাজয়ের কারণ হিসেবে একে অপরকে দোষারোপ করেন।
এ নিয়ে শনিবার বেলা ১২টার দিকে শামছুল আলমের সমর্থকরা কিসামত বিষু নামক স্থানে বেলাল হোসেনের বাড়িতে হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ডালিম মিয়া, আলমগীর হোসেন, সাদ্দাম মিয়া, রাবেয়া বেগম, মোকলেস মিয়া, সিফাত আলী, রোসনা বেগম, বাবু মিয়াসহ ১০ জন আহত হয়।
পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ঘটনাস্থল থেকে শামছুল আলম, মোকছেদ আলী, হামিদুল ইসলাম, শাহীন মিয়া, সেমিল মিয়াসহ ১৪ জনকে আটক করেছে।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলতাফ হোসেন এ কথা জানিয়েছেন।
নিউজরুম