নাটোরে ১১৯টি গাছ কেটে প্রতিশোধ!

0
223
Print Friendly, PDF & Email

নাটোর: নাটোরে ফসলি জমিতে খেলতে না দেওয়ায় আব্দুল বারেক নামে এক ব্যক্তির সোয়া এক বিঘা জমির ১১৯টি বিভিন্ন ধরনের গাছ কেটে ফেটেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে নাটোরের লালপুরের ডেবরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডেবরপাড়া গ্রামের আব্দুল বারেকের ফসলি জমিতে খেলা করতে চায় স্থানীয় কয়েকজন ছেলে। নিষেধ সত্ত্বেও তারা জোর করে ফসল নষ্ট করে খেলাধুলা করে। এ নিয়ে তাদের সঙ্গে বারেকের কথা কাটাকাটি হয়।

ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে সোয়া এক বিঘা জমির ৯৬টি মেহগনি, ১৮টি সুপারি, ২টি আম ও ৩টি পেঁপে গাছ কেটে ফেলে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় আব্দুল বারেক বাদী হয়ে শনিবার ডেবরপাড়া গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে সজল (১৮), রফিকুল ইসলামের ছেলে রকি (১৯) ও আব্দুস সালামের ছেলে শামীমকে (২০) আসামি করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন