চট্টগ্রাম: প্রশাসনের যেসব কর্মকর্তা বিএনপির নেতাকর্মীদের নামে মামলা করে নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে ক্ষমতায় আসার পর দ্রুত তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন নগর বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, `প্রশাসনের অনেক কর্মকর্তা অতি

0
147
Print Friendly, PDF & Email

টাঙ্গাইল (২২ ডিসেম্বর) : প্রধান দুই রাজনৈতিক দলের ওপর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমস পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “সামনে নির্বাচনের বছর।এজন্য এখনই প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসাতে হবে। আর সংলাপের মাধ্যমেই রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে।”

তিনি যুদ্ধাপরাধ বিষয়ে বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছে এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এরইমধ্যে যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ দূত লয়েড তিনবার বাংলাদেশ ঘুরে গেছেন এবং তিনি তার পরার্মশ দিয়েছেন।”

এর আগে তিনি মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন। তার সফর সঙ্গী ছিলেন স্ত্রী গ্রেস মজীনা ও মেয়ে আন্না মজীনা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা ও পরিচালক শিক্ষা প্রতিভা মুৎসুদ্দি প্রমুখ।

নিউজরুম

শেয়ার করুন