ঢাকা মহানগরসহ ১২ থানার শিবির সভাপতি-সেক্রেটারি আটক

0
660
Print Friendly, PDF & Email

ঢাকা (২১ ডিসেম্বর) : ঢাকা মহানগর শিবির সভাপতি সাজ্জাদ আলম খানসহ ২৭ জন শিবির নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের মধ্যে মহানগর শিবিরের সেক্রেটারি গোলাম কিবরিয়া ও মহানগর পশ্চিমের ১২ থানার সভাপতি ও সেক্রেটারিও রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতভর অভিযানে তাদের আটক করা হয়।

শিবিরের প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহহিয়া বাংলানিউজকে আটকের কথা জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর সভাপতি সাজ্জাদ আলম খানকে আটক করে ডিবি পুলিশ। পরে তার মোবাইল থেকে কল করে ডাকা হয় মহানগর সেক্রেটারিকে। আটক করা হয় তাকেও। এরপর তাদের দু’জনের মোবাইল থেকে কল করে পশ্চিমের ১২ থানা কমিটির সভাপতি ও সেক্রেটারিকে এনে আটক করা হয়।

কারওয়ানবাজার পুলিশের ওপর হামলাসহ সম্প্রতি রাজধানীতে শিবিরের যে চোরাগ্রোপ্তা হামলা হয়েছে তার অধিকাংশ ঘটেছে মহানগর পশ্চিমে। ডিবির কাছে এমন তথ্য ছিল বলেই তাদের আটক করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে রাজধানী শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইলিয়াস মোল্লাকে আটক করে ডিবি। তাদের তথ্যের ভিত্তিতে এ অভিযান চলছে বলে জানায় ডিবি সূত্র।`

শেয়ার করুন