রুপসীবাংলা (২১ ডিসেম্বর) ২০১৩ সাল দুয়ারে। বিশ্বপ্রযুক্তি অঙ্গন তাই নতুন উন্মদনার অতন্দ্র প্রহর গুণছে। এতে প্রথমেই এসেছে গুগলের নাম। মাত্র ৯৯ ডলারের নেক্সাস ৭ মডেলের ৭ ইঞ্চি পর্দার খুদে ট্যাবলেট হতে পারে বছরের অন্যতম সেরা চমক। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।
অনলাইনে গণমাধ্যমে এরই মধ্যে এক্সিফ ফরম্যাটে ছড়িয়ে গেছে গুগলের এ স্বল্পদামের ট্যাবলেটের বেশ কিছু তথ্য। এর মধ্যে গুগলের হয়ে ট্যাবলেট তৈরি করছে আসুস এমন তথ্য পাওয়া গেছে। মডেলের বিন্যাসে আছে এমই১৭২ভি পণ্যকোড।
প্রসঙ্গত, গত অক্টোবরে ডিজিটাইমস ওয়েবসাইটে তাইওয়ানভিত্তিক কোয়ান্টা কমপিউটার গুগলের ‘নেক্সাস ৭’ ট্যাবলেট তৈরি করছে। এখানে বলা হয়, আসুস নয়, গুগলের ট্যাবলেট তৈরি করবে কোয়ান্ট।
যদিও ২০১২ সালে শেষভাগে এ ট্যাবলেট বাজারে আসার কথা ছিল। কিন্তু এখন তা গড়িয়েছে ২০১৩ সালের দিকে। সূত্রগুলো বলছে, ২০১৩ সালের দ্বিতীয় সপ্তাহেই এ বিষয়ে গুগল থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ডিজিটাইমস সূত্র বলছে, এ ট্যাবলেটে থাকবে সিঙ্গেল কোর ৮০০ মেগাহার্টজ প্রসেসর। এটি তৈরি করবে চীনের ওয়ান্ডার মিডিয়া টেকনোলজি। এতে ব্যবহৃত হুভা টিএন স্ক্রিন তৈরি করছে তাইওয়ানের হ্যানস্টার ডিসপ্লে। আর দাম ৯৯ ডলারের মধ্যেই সীমাবদ্ধ রাখার পরিকল্পনা আছে।
এতে আগের ১৯৯ ডলারের বিপরীতে এবার আসতে পারে ৯৯ ডলারের চমক। তবে এ ধরনের বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে চ্যালেঞ্জটাও অত সহজ নয়। তাই অপেক্ষা এখন গুগলের আনুষ্ঠানিক ঘোষণার।