ঢাকা (২১ ডিসেম্বর) এ মাসের শেষ দিকে ভারতে অনুষ্ঠিতব্য বহুল প্রত্যাশিত টি-২০ ও ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিশ্রুতি দেয়া তিন হাজার টিকেটের জন্য এখনো অপেক্ষায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি’র একটি সূত্র জানায়, ভারতে অনুষ্ঠিতব্য ঐ ম্যাচগুলোর টিকেটের জন্য নির্ধারিত তিনটি ট্রাভেল এজেন্সীতে টিকেট প্রত্যাশীদের তালিকা দীর্ঘ হচ্ছে। কিন্তু টিকেট না পাওয়ায় কোনো প্রক্রিয়াই এগুচ্ছে না।
সূত্রটি জানায়, ভারতীয় হাই-কমিশন ঘোষিত প্রক্রিয়াটি খুবই পরিষ্কার। দর্শকরা কোন মাঠে খেলা দেখতে চায় সে ম্যাচের টিকেটসহ আবেদনকারী আবেদন করলেই কেবলমাত্র বিশেষ ভিসা প্রক্রিয়া শুরু হবে এবং ভিসা দেয়া হবে।
পিসিবি এবং ট্রাভেল এজেন্সীগুলো বিসিসিআই থেকে কোনো টিকেট না পাওয়ায় আবেদনের কোনো প্রক্রিয়াই শুরু করতে পারছে না।
অন্য একটি সূত্র জানায়, ভারত সফরকালে পাকিস্তানী পর্যটকদের থাকার জন্য নির্দিষ্ট কিছু হোটেলের সুপারিশ করেছে বিসিসিআই। কিন্তু এখনো সেগুলো পূর্ণাঙ্গ হয়নি।
তিনি বলেন, প্রধান সমস্যা হচ্ছে ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোর জন্য পিসিবি মাত্র তিনটি ট্রাভেল এজেন্সীকে অনুমোদন দিয়েছে। যে পর্যন্ত তারা টিকেট না পাচ্ছে সে পর্যন্ত তারা কিছুই করতে পারছে না।
টিকেট পাঠানোর জন্য বিসিসিআইকে নিয়মিতভাবে পিসিবি তাগাদা দিয়ে যাচ্ছে বলেও জানায় সূত্রটি।
সূত্র : পিটিআই