চুয়াডাঙ্গায় দেড় হাজার কৃষক-কৃষাণীদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন ধরণের সবজীর বীজ বিতরন

0
206
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দেড় হাজার কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন ধরণের সবজীর বীজ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এ বীজ বিতরণ করেন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে, এ কথাটি বর্তমান সরকার বিশ্বাস করে বলেই কৃষক উন্নয়নে সরকার নানামুখী প্রদক্ষেপ নিয়ে যাচ্ছে। তিনি এনজিওদের কৃষকদের নিয়ে প্রকল্প গ্রহন করারও আহ্বান জানান। বেসরকারী উন্নয়ন সংগঠন দারিদ্র বিমোচন সংস্থার আয়োজনে এই বীজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সমাজ সেবার উপ-পরিচালক সনোয়ার হোসেন ও সংগঠনটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এমদাদুল হক।

আপলোড ১৬ ডিসেম্বর ২০১২

শেয়ার করুন