রংপুর : আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের অধিন উত্তর পীরজাবাদ যুগিপাড়ার দেড় হাজার ভোটাররা নিরাপদে ভোট দেবার জন্য আজ শনিবার দুপুরে এলাকায় সেনাবাহিনী মোতায়েন করে তাদের ভোট দেবার সুযোগ দেবার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন ফজলে এলাহী ফুলু , সাহেব আলী প্রমুখ । তারা অভিযোগ করেন তাদের এলাকার দেড় হাজার ভোটারকে দেড় মাইল দুরে নিসবেতগজ্ঞ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট প্রদান করতে হয় । সেখানে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ডালিমের ভাই সেলিম কাউন্সিলর প্রার্থী হয়েছেন । ওই আওয়ামী লীগ নেতা প্রকাশ্যই তার দল বল সহ ভোটারদের বাড়িতে বাড়িতে এসে হুমকী প্রদান করছে । তারা ঘোষনা দিয়েছে তার ভাইকে ভোট না দিলে এলাকা ছেড়ে যেতে হবে । এলাকাবাসি আরো অভিযোগ করেছে ভোট কেন্দ্র দেড় মাইল দুরে হওয়ায় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা প্রতিটি নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করায় দেড় হাজার ভোটার ভোট দিতে যেতে পারেননা । এবার তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান । এ জন্য ভোটের দিন পুরো এলাকায় সেনাবাহিনী মোতায়েন করে তাদের ভোট দান নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান । পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
আপলোড ১৬ ডিসেম্ব ২০১২