ঢাকা: শহীদ জুয়েল এবং শহীদ মুস্তাকের প্রতি সম্মান দেখাতে প্রতিবছর বিজয় দিবসে প্রীতি ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বিজয় দিবসেও ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে প্রীতি ম্যাচটি।
শহীদ জুয়েল একাদশ এবং শহীদ মুস্তাক একাদশের মধ্যে হয়েছে খেলা। আর এই প্রীতি ম্যাচে শহীদ জুয়েলকে চার উইকেটে হারিয়েছে শহীদ মুস্তাক ।
৪০ ওভারের খেলায় আগে ব্যাটিংয়ে নেমে শাহরিয়ার নাফীসের অপরাজিত ১০৭ এবং জুনায়েদ সিদ্দিকের ৪৮ রানের ইনিংস দুটিতে ছয় উইকেটে ২২৯ রান করে শহীদ জুয়েল একাদশ।
জবাবে এনামুল হক বিজয়ের ৯৫ ও মমিনুল হকের ৪৪ রানে ভর করে ৩৫.৫ ওভারেই ছয় উইকেটে ২৩৪ রান তুলে জয় নিশ্চিত করে শহীদ মুস্তাক একাদশ। জুয়েল একাদশের বোলার রবিউল ইসলাম ৩৩ রানে তিন উইকেট নিয়েছেন।
১০৭ রানের অনিন্দ ইনিংস খেলায় জুয়েলের ওপেনার শাহরিয়ার নাফীকেই ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে।
শহীদ জুয়েল ছিলেন একজন ক্রিকেটার। আজাদ বয়েজের এই ব্যাটসম্যান ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। আর শহীদ মুস্তাক ছিলেন আজাদ বয়েজের একজন একনিষ্ঠ কর্মকর্তা। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানী সেনাবাহিনী তাঁকে গুলি করে হত্যা করে।
আপলোড ১৬ ডিসেম্বর ২০১২