ঢাকা (১৬ ডিসেম্বর) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে পারে, তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেবে না। তারা কখনোই যুদ্ধাপরাধীদের বিচারে পিছপা হবে না। যুদ্ধাপরাধীদের বিচারের রায় হবে, রায় কার্যকর হবে। কোনো শক্তির ক্ষমতা নেই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারে।
সৈয়দ আশরাফুল ইসলাম রোববার বিকেলে আওয়ামী লীগের বিজয় র্যালির উদ্বোধনকালে এসব কথা বলেন।
এরপর তিনি র্যালির উদ্বোধন ঘোষণা করেন।
র্যালি উদ্বোধনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিকেল ৪টা ২০ মিনিটে শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এ স্থানে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমাণ্ডের কাছে আত্মসমর্পণ করে।
বিজয় র্যালিটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমণ্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
নিউজরুম