ঢাকা (১৬ডিসেম্বর): রাজধানীতে পুলিশের সামনে বিজয় দিবসের র্যালি করেছে স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির। পুলিশের সামনে সংগঠনটি র্যালি করলেও তারা তাতে বাধা দেয়নি।
এমনকি পুলিশকে তখন অনেকটা বিব্রতকর অবস্থায় দেখা গেছে।
রোববার সকালে রাজধানী মৌচাকে মিছিল শুরু করে সামনে রামপুরার দিকে যেতে কয়েকটি জায়গা পুলিশের টহল ডিঙ্গিয়ে তারা এ মিছিল করে। কোথাও বাধা দেয়নি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরং কয়েকটি জায়গা শিবিরকর্মীরা পুলিশকে রাস্তা থেকে সরাতে দেখা গেছে।
মিছিলে একাধিক মামলার আসামি শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে কয়েক হাজার শিবির কর্মী এই মিছিলে অংশ নিলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সেখানে ঢাকা মহানগর ও কেন্দ্রর একাধিক নেতাদের দেখা গেছে যাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানো, ভাংচুরের অভিযোগসহ একাধিক ঘটনায় মামলা রয়েছে। মিছিলে শিবিরকর্মীদের হাতে লাল সবুজের পতাকাও দেখা গেছে। মিছিলে আরো যারা উপস্থিত ছিলেন শিবিরে কেন্দ্রীয় অফিস সম্পাদক আতাউর রহমান, এইচআরডি সম্পাদক ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহহিয়া, সহ-সম্পাদক পারভেজ খান প্রমুখ।
রাজধানীতে শিবির বিজয় র্যালি করলেও কোনঠাসা জামায়াতকে কোনো কর্মসূচি করতে দেখা যায়নি।
নিউজরুম