চিকিৎসার জন্য লন্ডনের পথে রাষ্ট্রপতি

0
188
Print Friendly, PDF & Email

ঢাকা (১৬ ডিসেম্বর) : রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিজয় দিবসের সকালে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন।

রোববার সকাল সাড়ে নয়টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

এসময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত সমন্বয়কারী মো. তৌফিকুল্লাহ লিটন জানান, চিকিৎসার জন্য রাষ্ট্রপতি এক সপ্তাহ লন্ডনে থাকতে পারেন। এজন্য বিজয় দিবসের কোনো কর্মসূচিতে যোগ দিতে পারছেন না তিনি।

রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তার চিকিৎসকের পরামর্শে এর আগে বিজয় দিবসসহ বেশ কিছু কর্মসূচি বাতিল করা হয় বলেও জানান তিনি।

নিউজরুম

শেয়ার করুন