সাভার (১৬ ডিসেম্বর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এর আগে ভোর সোয়া ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬টা ২৫ এ মুক্তিযুদ্ধে বিজয়ের ৪১ বছর পূর্তিতে স্মৃতিসৌধের বেদিমূলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেন তিনি।
তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর। কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে একাত্তরের সেই শহীদদের স্মরণ করেন শেখ হাসিনা।
এসময় মন্ত্রিপরিষদের সদস্যরা, কূটনীতিক, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান স্মৃতিসৌধে যাননি।
প্রধানমন্ত্রীর পর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার আব্দুল হামিদ। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নেতাকর্মীদের নিয়ে আবারো শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানান সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এসময় পতাকা আর ফুল হাতে জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির এ মিনার।
১৬ ডিসেম্বর পুরো জাতির মুক্তিযুদ্ধ জয়ের আনন্দে উদ্বেলিত হওয়ার দিন। ৪২তম মহান বিজয় দিবস। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের আজকের দিনটিতেই বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। রাজধানী ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) দখলদার পাকহানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এ দিনেই স্বাধীনতার রক্তিম সূর্যালোকে উদ্ভাসিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
নিউজরুম