মৌলভীবাজার, (১৪ ডিসেম্বর) শ্রীমঙ্গলের সৌখিন কৃষক আব্দুল আজিজের প্রচেষ্টায় এবার একটি কমলা গাছে বছরে ৪ বার ফলন। কয়েক বছর আগে একটি বড়ই গাছে বছরে চার বার ফল ধরানোর পর এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করার পর এবার তিনি কমলা গাছেও একই সাফল্য ধরে রাখতে পেরেছেন। এই সময়ে মৌলভীবাজারের কমলা বাগান গুলোতে কমলার তেমন দেখা না মিললেও শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কে আব্দুল আজিজের বাসার ছাঁদে উঠলে নিশ্চিত দেখা মিলবে । টবে গাছ হলেও আব্দুল আজিজের এই গাছে এখনও প্রায় ৮০/৯০টি কমলা রয়েছে। আর একাধিকবার কমলা ধরার প্রমানও মেলে গাছের কমলা দেখে। গতকাল সরজমিনে দেখা যায একদিকে পাকা কমলা, একদিকে কাচাঁ অন্যদিকে আসছে নতুন করে ফুল। আব্দুল আজিজ জানান প্রায় দুই বছর ধরে তিনি চেষ্ঠা করে সফল হয়েছেন।
নিউজরুম