সিরাজগঞ্জ (১৪ ডিসেম্বর) : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক ও এক পথচারী শিশু নিহত হয়েছেন।
এরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সাতিয়াবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তাঁত শ্রমিক বাবুল আকতার (১৯) এবং তাড়াশ উপজেলার মহেশ রৌহালী গ্রামের আব্দুল কাদেরের শিশু মেয়ে কাকলী (৭)।
শুক্রবার সকালে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী শুক্রবার সকাল ১১ টার দিকে বাবলু আকতার মোটরসাইকেলে আলমপুর বাজারে যাওয়ার পথে আলোকদিয়া ব্রিজের কাছে পৌঁছালে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এতে গুরুতর আহত হন আরোহী সোহেল সরকার (২০)। তাকে স্থানীয় লোকজন বগুড়া মেডিকেল কলেজে ভর্তি করেছেন।
এরপর বিক্ষুব্ধ মানুষ দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ জানান, শুক্রবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহসড়কের মান্নাননগরে রাস্তা পারাপারের সময় রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি কোচের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কাকলী নামে এক শিশু মারা যায়।
লাশ উদ্ধার করে স্বজনদের হস্তান্তর করেছে পুলিশ। ঘাতক বাস ও ট্রাকটি পালিয়ে গেলেও পৃথক দু’টি মামলা হয়েছে।
নিউজরুম