নাটোরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরুদ্ধে মামলা

0
195
Print Friendly, PDF & Email

নাটোর (১৪ ডিসেম্বর) : বিএনপির সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে হামলা, গুলি ও হত্যা প্রচেষ্টার অভিযোগে বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য আহাদ আলী সরকারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে নাটোর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে এম কামাল হোসেন বাদী হয়ে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. আব্দুল মজিদের আদালতে মামলাটি দায়ের করেন।
 
বাদী পক্ষের আইনজীবী মজিবর রহমান মন্টু জানান, মামলায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, তার দুই ছেলে সোহেল সরকার, বকুল সরকার, জেলা শ্রমিকলীগ নেতা মর্তুজা বাবু, যুবলীগ জেলা সভাপতি শরীফুল ইসলাম রমজানসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগে বলা হয়, দেশব্যাপী বিএনপিসহ ১৮ দলের ডাকে ৯ ডিসেম্বরের অবরোধ কর্মসূচি বানচাল করতে রোববার রাত ১১টার দিকে মন্ত্রী আহাদ  আলীর প্রত্যক্ষ মদদে তার দুই ছেলে ও যুবলীগ সভাপতি রমজানের নেতৃত্বে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ও একটি সাদা মাইক্রোবাসে করে দুলুর আলাইপুর বাসভবন ও জেলা বিএনপির অফিসে গুলি চালানো হয়।

এসময় জেলা বিএনপির প্রচার সম্পাদক দেওয়ান শাহীনসহ ৭ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আদালত বাদীর বক্তব্য শুনে বাদীকে আগামী ১৭ ডিসেম্বর স্বাক্ষীসহ হাজির হওয়ার নির্দেশ দেন।

নিউজরুম

শেয়ার করুন