নাটোর, (ডিসেম্বর ১৩) : যুবলীগ নেতা পলাশ কর্মকার হত্যা মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস দুলু তালুকদারসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম বৃহস্পতিবার চারজনরকে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক আব্দুল মজিদ এক দিনের হেফজত মঞ্জুর করেন।
দুলু ছাড়া অপর তিন আসামি হলেন স্থানীয় বিএনপি কর্মী শামীম, আহম্মেদ ও আসলাম।
গত শনিবার রাতে দুলুর বাড়ির সামনে সংঘর্ষে যুবলীগ নেতা পলাশ কর্মকার নিহত হন। এ ঘটনার পরপরই পুলিশ শহরের আলাইপুরের বাসা থেকে দুলুসহ চারজনকে গ্রেপ্তার করে।
স্থানীয় যুবলীগ নেতা সৈয়দ মর্তুজা আলী পরদিন দুলুসহ ১৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন।
রিমান্ড আবেদনের শুনানি শেষে বিকেল সোয়া তিনটায় দুলুকে নাটোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ তাকে পরে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যায়।
নিউজরুম