রুপসীবাংলা, ঢাকা (১৩ ডিসেম্বর) : রুপসী বাংলা হোটেলে ২০ লক্ষ ১ টাকা দেনমোহরে নগদ ১৯ লাখ টাকা দিয়ে সাকিব আল হাসান বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে। এ বিয়ের মাধ্যমে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হল সাকিবের। গত মৌসুমে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে দেখা হয় শিশিরের সাথে। আর সেই দেখা থেকে প্রেম আর প্রেমের শুভ পরিণতি ঘটে আজ বিয়ের মাধ্যমে।
সাকিব সাদা পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছেন। হোটেল রূপসী বাংলায় একান্ত পারিবারিক আবহে বিয়েটা করছেন তিনি। কনে সফটওয়ার ইহ্জিনিয়ার উম্মে আহমেদ শিশির কিন্তু বধু বেশ সেজেছেন লাল বেনারসিতে। দারুণ লাগছে তাকে দেখতে। কেউ বুঝতেই পারবে না যুক্তরাষ্ট্রের জল-হাওয়ায় তিনি বেড়ে উঠেছেন।
নিউজরুম