প্রথম দিন ইংল্যান্ডের সংগ্রহ ১৯৯

0
485
Print Friendly, PDF & Email

নাগপুর: স্বাগতিক ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ টেস্ট ম্যাচ খেলতে নাগপুরে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে অ্যালিস্টার কুক অধিনায়কোচিত ব্যাটিং করতে ব্যর্থ হলেও কেভিন পিটারসেনের ব্যাটে ভর করে প্রথম দিন সফরকারীদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান।
 
ইংল্যান্ড: প্রথম ইনিংস- ১৯৯/৫ (৯৭ ওভার)
 
নাগপুরে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতে সফলতাও পায় ভারত। দলীয় ৩ ও ১৬ রানে দুই ওপেনার নিক কম্পটন (৩) ও কুককে (১) ফেরান পেসার ইশান্ত শর্মা।
 
তৃতীয় উইকেট জুটিতে জোনাথন ট্রটকে নিয়ে দলের হাল ধরেন পিটারসেন। ট্রট ব্যক্তিগত ৪৪ রানে রবিন্দ্র জাদেজার কাছে বোল্ড হলে ৮৬ রানের এ জুটি ভাঙে। পিটারসেন আরেকটি বড় জুটি গড়তে চাইলেও ইয়ান বেল (১) মাঠ ছাড়েন পিযুষ চাওলার বলে বিরাট কোহলির তালুবন্দি হয়ে।
 
পিটারসেনের ইনিংস থামে দলীয় ১৩৯ রানে। জাদেজার বলে ব্যক্তিগত ৭৩ রানে আউট হন তিনি। ১৮৮ বলে ১০টি বাউন্ডারি রয়েছে পিটারসেনের ইনিংসে।
 
পাঁচ উইকেট হারালে অভিষেক টেস্ট খেলতে নামা জো রুটের সঙ্গে ম্যাট প্রায়র ক্রিজ আঁকড়ে আকড়ে রেখেছেন। প্রথম দিন শেষে এ জুটির সংগ্রহ ৬০ রান। প্রায়র ৩৪ রানে ও রুট ৩১ রানে অপরাজিত আছেন।
 

শেয়ার করুন