ঢাকা : লিবিয়ার বেনগাজিস্থ মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় প্রণীত একটি প্রতিবেদনের পূর্ণাঙ্গ তথ্য সম্পর্কে আগামী ২০ ডিসেম্বর আমেরিকার প্রতিনিধি পরিষদ ও সিনেটের পররাষ্ট্র সম্বন্ধীয় কমিটিকে অবহিত করবেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
বৃহস্পতিবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্বন্ধীয় কমিটির একজন মুখপাত্র এ কথা জানান। তিনি আরো বলেন, বিক্ষোভের সার্বিক পরিস্থিতি ও হামলার খুঁটিনাটি বিষয়গুলো হিলারি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার শারীরিক অসুস্থতার জন্য আরব ও আফ্রিকা অঞ্চলে সফর বাতিল করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসের ১১ তারিখে ঐ হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস এবং আরো তিনজন মার্কিন নাগরিক নিহত হয়। আর এ হামলা নিয়ন্ত্রণে বারাক ওবামার ব্যর্থ ভূমিকার অভিযোগ তুলে সরকারের ব্যাপক সমালোচনা করে বিরোধী রিপাবলিকান দল।
তবে লক্ষণীয় ব্যাপার এই যে, সম্প্রতি মার্কিন কূটনীতি এবং বিশ্ব পরিস্থিতি সম্বন্ধে বক্তব্য রাখেন সিনেটের পররাষ্ট্র সম্পর্কীয় কমিটির প্রধান জন কেরি।