ঢাকা: বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে উন্নয়নের জন্য সরকারকে ৫০ কোটি টাকার অনুদান দেবে জাপান।
বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সম্পর্কিত দুটি চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মো. শফিকুল আজব ও জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা চুক্তিতে সই করেন। এসময় বাংলাদেশে জাইকা প্রতিনিধিদলের প্রধান ড. তাকাও তোদাও উপস্থিত ছিলেন।
‘প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-৩’ (পিইডিপি-৩) নামক একটি প্রকল্পের আওতায় এ অনুদান পেয়েছে বাংলাদেশ। ২০১৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ অনুদান দেওয়া হবে।
এ প্রকল্পের মূল লক্ষ্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যালয়গুলোর শ্রেণীকক্ষকে আরও পাঠোপযোগী করে তোলা। এজন্য বিভিন্ন বৈজ্ঞানিক ও গাণিতিক সরঞ্জাম সরবরাহ করার পাশাপাশি প্রশিক্ষণও দেওয়া হবে।