পিপলু রহমান ,নাটোর,(১৩ ডিসেম্বর): নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। গতরাতে নাটোর-পাবনা-ঢাকা মহাসড়কের দত্তপাড়া গাজিরবিল এলাকায় নৈশ কোচের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন এবং হালসা সড়কে ইট বোঝাই ট্রলি থেকে পড়ে ট্রলির হেলপারের মৃত্যু হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,গত রাত্রি ৪ টার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়ার গাজিরবিল এলাকায় রাজবাড়িগামী একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীতমুখী নৈশ কোচের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাক্টরের আরোহি রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার রমজান মাতব্বরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই মারা যায়। আহত ট্রাক্টরের অপর দুই আরোহী একই এলাকার বাবু ও শফিকুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যায়। নিহত রাজ্জাক ও বাবু একই পরিবারের সদস্য। তারা সৈয়দপুর থেকে ট্রাক্টরটি কিনে নাটোর হয়ে রাজবাড়ি ফিরছিলেন।
অপরদিকে গতকাল সন্ধ্যায় নাটোর হালসা সড়কে ইট বোঝাই ট্রলি থেকে পড়ে ট্রলির হেলপার নাটোরের সিংড়া উপজেলার শালিখা গ্রামের সাইদুল আহত হয়। নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
নিউজরুম