আজ মহান বিজয় ও গৌরব মাসের ১১তম দিন, ১১ ডিসেম্বর। ৪১ বছর আগে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিজয় মাসের এ দিনটি ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যান্ত তাৎপর্যময় গুরুত্বপূর্ণ দিন। ইতিহাসের খাতায় নাম লেখা হয় যশোরের। এ দিন যশোরবাসীর জন্য গৌরবোজ্জ্বল দিন। এ দিন তৎকালীন স্বাধীন বাংলার প্রবাসী সরকারের শত্রুমুক্ত যশোরে প্রথম জনসভা অনুষ্ঠিত হয়।
এই জনসভা তৎকালীন সময়ে মহান মুক্তিযুদ্ধকে যেমন বেগবান করে, তেমনী রাজনীতিতেও ব্যাপক প্রভাব বিস্তার লাভ করে। ১৯৭১ সালের এই দিনটির আরও আরো অনেক তাৎপর্য রয়েছে। ১০ ডিসেম্বর ভারতীয় বোমারু বিমান ঢাকা ও এর পার্শ¦বর্তী এলাকায় পাকিস্তানে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পে ব্যাপক বোমা বর্ষণ করায় নড়ে চড়ে বসে চিন ও বার্মা।
বাঙালীর বীরত্বগাঁথায় মহান মুক্তিযুদ্ধে দেশের সমস্ত জায়গা একের পর এক পাকসেনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে আর মুক্তিকামী বাঙালীর বিজয় উল্লাস বেড়েই চলছে। আকাশে বাতাসে চারিদিক থেকে ধ্বনীতে হচ্ছে ‘জয় বাংলা’ শ্লোগান।