রুপসীবাংলা, ঢাকা (১১ ডিসেম্বর) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিজামুল হক নাসিম পদত্যাগ করেছেন।
ট্রাইব্যুনালের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আইন মন্ত্রণালয়ের একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেন।
বিষয়টি নিয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করার কথা আমি শুনেছি তবে এখনো কাগজপত্র আমার হাতে এসে পৌঁছায়নি।
নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র প্রথম প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর কথা বলেও জানান ব্যারিস্টার শফিক আহমেদ।
তবে আইন মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে সোমবার বিকেলেই তাদের কাছে পদত্যাগপত্র পৌঁছায়।ই
নিউজরুম