ঢাকা: নারী নির্যাতন ও মাদকের দু’টি মামলায় জনপ্রিয় সুরকার শওকত আলী ইমনকে জামিন দিয়েছেন ঢাকার দু’টি ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার নারী নির্যাতন মামলার জামিন আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম ১০ হাজার টাকা মুচলেকায় বাদীর জিম্মায় এ জামিন মঞ্জুর করেন। মাদক মামলায় জামিন দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
জামিনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ইমনের আইনজীবী মাহবুব হোসেন জয়।
গত শনিবার মাদকের মামলায় ১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল ইমনকে।
জামিন শুনানির সময় ইমনের নববিবাহিতা স্ত্রী জিনাত কবির আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট গাজী শাহ আলম।
জিনাত আদালতে হলফনামা দিয়ে বলেন, “শরীয়ত মতে আমাদের আগেই বিয়ে হয়েছে। ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝির ফলে মামলা হয়েছে। এজাহারে না বুঝে স্বাক্ষর করেছি। আসামি জামিন পেলে আমার কোনো আপত্তি নেই।”
উল্লেখ্য, ইমনের মেয়েবন্ধু জিনাত কবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর ইমনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯টি ইয়াবা, ৩ বোতল বিদেশি মদ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। পরে থানাতেই (মতান্তরে আদালত সংলগ্ন একটি কাজী অফিসে) বিয়ে সম্পন্ন হয় ইমন ও জিনাতের।
আপলোড, ১১ ডিসেম্বর ২০১২