লস এঞ্জেলেস প্রবাসী জাহান হাসানের মায়ের মৃত্যু

0
790
Print Friendly, PDF & Email

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক ও লস এঞ্জেলেস প্রেস ক্লাবের সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডাইভার্সিটি ইন আর্টস অ্যান্ড মিডিয়ার (বাদাম) আহবায়ক জাহান হাসানের মা আলহাজ্ব জাহানারা বেগম গত ৫ ডিসেম্বর বিকাল ছয়টায় গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…..)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর বানারহাওলা মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জাহানারা বেগমের কুলখানি গত শুক্রবার কাপাসিয়াতে অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী  রেখে গেছেন।

এদিকে সাংবাদিক জাহান হাসানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতের আত্মার মাগফেরাত ও শোক সপ্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ কন্স্যুলেট অব লস এঞ্জেলেসের ডেপুটি কন্সাল জেনারেল শাহনাজ গাজী, এম কে জামান, ডাঃ রবি আলম, মোশারফ হোসেন, এহসান বাচ্চু,নিয়াজ মোহাইমেন, সৈয়দ এম হোসেন বাবুসহ আরো অনেকে।

 

শেয়ার করুন