মিশর পরিস্থিতি : বিরোধীদের আন্দোলন অব্যাহত

0
538
Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক: মিশরে বিরোধী জোটের আন্দোলন অব্যাহত রয়েছে। অধ্যাদেশ রদ এবং সংবিধানের উপর গণভোট ঘোষণার পরও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।

মঙ্গলবারও রাজধানী কায়রোতে প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি আহবান করেছে তারা। তবে এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে দেশটির ইসলামী সংগঠনগুলো। আর এর মাধ্যমেই সাম্প্রতিক এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসেবে রূপ নিয়েছে মিশরের প্রেসিডেন্ট ভবন।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট মো. মুরসি কর্তৃক নির্বাহী আইন বিভাগের ক্ষমতা খর্বকারী অধ্যাদেশ জারি করার পরপরই এর প্রত্যাহারের বিরুদ্ধে আন্দোলনে নামে বিরোধী দল। একপর্যায়ে রাজধানী কায়রোর প্রেসিডেন্ট ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেয় বিরোধীরা।

অপরদিকে এর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ভবন এলাকা জুড়ে সেনাবাহিনী এবং যুদ্ধযান মোতায়েন করেন মুরসি। এছাড়া বিরোধী দলের আহবায়িত বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে মঙ্গলবারও সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আপলোড, ১১ ডিসেম্বর, ২০১২

শেয়ার করুন