রুপসীবাংলা, ঢাকা (১১ ডিসেম্বর) : অবরোধের দিন (রোববার) রাজধানীর পল্টন থানায় ককটেল বিস্ফোরণ ও হত্যাচেষ্টা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫৮ নেতাকর্মীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা খোরশেদ আলী আসামিদের আদালতে পাঠিয়ে এ আবেদন করেন।
অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
আসামিদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রজন্ম দল ঢাকা মহানগর আহ্বায়ক নাহিদুল ইসলাম, সদস্য নাদিমুল ইসলাম একরাম, ঢাকা যুবদলের সদস্য শাকিল ইসলাম রনি প্রমুখ।
নিউজরুম