রুপসীবাংলা, গোপালগঞ্জ (১১ ডিসেম্বর) : বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল গোপালগঞ্জের কোথাও পালিত হচ্ছে না।
দুপুর ১২টা পর্যন্ত জেলার কোথাও হরতাল আহ্বানকারীদের পিকেটিং বা মিছিল করার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকেই জেলার সব দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ, সায়েরা খাতুন মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে।
এসব প্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে কাজ-কর্ম চলছে। জেলা শহরসহ অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে, গোপালগঞ্জ থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
জেলা বিএনপির পৃথক দুটি কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি অফিসে কোনো নেতাকর্মীকেও দেখা যায় নি।
নিউজরুম