নাটোরে ট্রাক চাপায় রিকশাচালক নিহত

0
177
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, নাটোর (১১ ডিসেম্বর) : নাটোর শহরের স্টেশন এলাকায় মঙ্গলবার সকালে ট্রাকের চাপায় জোহা (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
নিহত জোহা নাটোর স্টেশন বস্তির বাসিন্দা ছিল। পুলিশ ট্রাক চালক মনিরুল ইসলাম পলাশকে আটক করে নাটোর সদর থানায় নিয়ে গেছে। ঘাতক ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।

চালক মনিরুল ইসলাম পলাশ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে নাটোর থানায় মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজরুম

শেয়ার করুন