রুপসীবাংলা, ঢাকা (১১ ডিসেম্বর) : গত রোববারের অবরোধ চলাকালে রাজধানীর পুরান ঢাকায় বিশ্বজিৎ দাশ হত্যায় জড়িত বলে চিহ্নিত ৫ জনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
জনস্বার্থে মঙ্গলবার রিট আবেদনটি করেন অ্যাডভোকেট ড. মোঃ ইউনূস আলী আকন্দ।
একই সঙ্গে নিহত বিশ্বজিতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়েছে রিটে। এছাড়া ঘটনার সময় পুলিশের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার রুল জারিরও আবেদন করা হয়।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের দ্বৈত বেঞ্চে এ রিট আবেদন করা হয়েছে।
নিউজরুম