রুপসীবাংলা, ঢাকা (১১ ডিসেম্বর): আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রয়োজনে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকেও গ্রেপ্তার করবে পুলিশ। তিনি বলেন, ‘সরকার যদি মনে করে কেউ আইনের ব্যত্যয় করছেন, আইন অমান্য করছেন তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। কেউ আইনের উর্ধ্বে নয়।‘
বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে হানিফ আরও বলেন, ‘দেশে যে নৈরাজ্য চলছে তার দায় বিএনপিকেই নিতে হবে।‘
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের একটি হরতালবিরোধী সমাবেশে মাহবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন।
বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা সঠিক কাজ হয়েছে উল্লেখ করে এই আওয়ামী নেতা বলেন, ‘অবরোধের নামে ভাংচুর-অগ্নিসংযোগের দায়ভার বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকেই নিতে হবে।‘
বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিরোধী দল সংসদে না এসে কেবল সুযোগ সুবিধা ভোগ করছে। সঙ্কটের সুষ্ঠু সমাধান চাইলে তাদের সংসদে যোগ দিতে হবে।‘
নিউজরুম