রুপসীবাংলা, ঢাকা (১০ ডিসেম্বর) : বিশ্বজিৎ দাশ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ২৫ জন আসামির বিরুদ্ধে রাজধানীর সূত্রাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাত সোয়া ৮টায় একই থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার এএসআই আনিসুর রহমান।
তিনি বলেন, রোববার রাত সোয়া ৮টায় এ মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। একই থানার এসআই মাহবুবুল আলম মামলাটি তদন্ত করছেন।
উল্লেখ্য, রোববার অবরোধ চলাকালে সূত্রাপুর থানার ভিক্টোরিয়া পার্কের সামনে নিহত হন বিশ্বজিৎ। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর মশুরা গ্রামে।
নিউজরুম