রুপসীবাংলা, ঢাকা (১০ ডিসেম্বর) : অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর পল্টন থানা ও দারুস সালাম থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার পুলিশ বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে আসামি করে মামলা দুটি দায়ের করে।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হবে।
উল্লেখ্য, রোববার বিরোধী দল বিএনপির পূর্বঘোষিত রাজপথ অবরোধ কর্মসূচিতে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়ে। এদিন যানবাহন চলাচল একেবারেই বন্ধ ছিল। স্বল্পসংখ্যক যানবাহন রাস্তায় নামলেও সেগুলো ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।
এছাড়া অবরোধের তিনটি অপমৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানীর বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের হামলায় বিশ্বজিত নামের একজন পথচারীকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
নিউজরুম