অবরোধ: ফখরুল-রিজভীকে আসামি করে মামলা

0
678
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (১০ ডিসেম্বর) : অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর পল্টন থানা ও দারুস সালাম থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার পুলিশ বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে আসামি করে মামলা দুটি দায়ের করে।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হবে।

উল্লেখ্য, রোববার বিরোধী দল বিএনপির পূর্বঘোষিত রাজপথ অবরোধ কর্মসূচিতে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়ে। এদিন যানবাহন চলাচল একেবারেই বন্ধ ছিল। স্বল্পসংখ্যক যান‍বাহন রাস্তায় নামলেও সেগুলো ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।

এছাড়া অবরোধের তিনটি অপমৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানীর বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের হামলায় বিশ্বজিত নামের একজন পথচারীকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

নিউজরুম

শেয়ার করুন