মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

0
429
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (১০ ডিসেম্বর) : মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে রোববার রাতে এই সিদ্ধান্ত হয়।

 

রোববার দেশব্যাপী রাজপথ অবরোধের সময় পুলিশি বাধা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হলো।

 

দলের চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক চলাকালেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘোষণা দেন।

বৈঠকের মধ্য থেকে  বেরিয়ে এসে মির্জা ফখরুল কর্মসূচির কথা উপস্থিত সাংবাদিকদের জানান। এসময় তিনি আরও জানান, সোমবার ঢাকাসহ মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

ফখরুল বলেন, রোববারের ঘটনার প্রতিবাদ ছাড়াও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, আটক নেতাদের মু্ক্তির দাবিতে এ হরতাল কর্মসূচি দেওয়া হলো।

পরে রাত সোয়া ৯টার দিকে স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়। এরপরই শুরু হওয়ার কথা রয়েছে ১৮ দলীয় শীর্ষ নেতাদের বৈঠক।

নিউজরুম

শেয়ার করুন