নন্দীগ্রামে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেদিয়ে বিএনপির অবরোধ পালিত

0
299
Print Friendly, PDF & Email

নন্দীগ্রাম, বগুড়া (০৯ ডিসেম্বর) : সারাদেশে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি বগুড়ার নন্দীগ্রামে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে পালিত হয়েছে।

জানা যায়,অবরোধ চলাকালে বেলা ১১টায় স্থানীয় সংসদ সদস্য মোস্তফা আলী মুকুলের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল ও শ্রমিকদল অবরোধের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বাহির করে । অপরদিকে দুপুর ১২টায় আওয়ামীলীগের উদ্যোগে অবরোধ বিরোধী মিছিল বাহির হয়। মিছিল টি নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম ফিলিং স্টেশনের নিকট পৌছিলে অবস্থানরত বিএনপি’র নেতা কর্মীদের ধাওয়া করলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 নিউজরুম

শেয়ার করুন