নন্দীগ্রাম, বগুড়া (০৯ ডিসেম্বর) : সারাদেশে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি বগুড়ার নন্দীগ্রামে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
জানা যায়,অবরোধ চলাকালে বেলা ১১টায় স্থানীয় সংসদ সদস্য মোস্তফা আলী মুকুলের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল ও শ্রমিকদল অবরোধের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বাহির করে । অপরদিকে দুপুর ১২টায় আওয়ামীলীগের উদ্যোগে অবরোধ বিরোধী মিছিল বাহির হয়। মিছিল টি নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম ফিলিং স্টেশনের নিকট পৌছিলে অবস্থানরত বিএনপি’র নেতা কর্মীদের ধাওয়া করলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নিউজরুম