নিজস্ব প্রতিবেদক, (০৯ ডিসেম্বর) : তত্ত্বাবধায়ক সরকার পূনঃর্বহালের দাবীতে নাটোরের সিংড়ায় ১৮দলীয় জোটের ডাকা অবরোধে মহাসড়কগুলো অবরোধকারীদের দখলে ছিল। রোববার ভোরে ১৮দলীয় জোটের নেতৃবৃন্দ নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ড,শেরকোল,খেজুরতলা,চৌগ্রাম,জামতলী, বাশের ব্রীজসহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এতে যানবাহন শূন্য হয়ে যায়। এসময় যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। ভোর থেকেই জোট নেতৃবৃন্দ সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবীতে খন্ড খন্ড মিছিল বের করে। নাশকতা এড়াতে মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়।
সিংড়া বাসষ্ট্যান্ডে শহর বিএনপির সহ-সভাপতি আবুল খয়ের’র সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান, সিনিয়র সহ-সভাপতি বজলার রহমান বাচ্চু, শহর বিএনপির যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, জামায়াত ইসলামী উপজেলা আমীর মাও: আলী আকবর, সেক্রেটারী প্রফেসর আমানউল্লাহ,যুবদল সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল কাফি, শহর যুবদলের আহবায়ক রম্নহুল আমিন, ছাত্রদল নেতা ওমর ফারুক, শামীম হোসেন, সাইদুর রহমান সাধু, আতাউল গনী পলাশ প্রমূখ।
অপরদিকে তত্ত্ববধায়ক সরকার পূনঃর্বহাল ও কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক দুলুর মুক্তির দাবী জানিয়েছেন সিংড়া শহর বিএনপির সভাপতি মেয়র অধ্যাপক শামিম আল রাজি। দুলুসহ জোট নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি দেয়া না হলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচী দেয়া হবে বলে তিনি এ প্রতিনিধিকে জানিয়েছেন।
নিউজরুম