রুপসীবাংলা, ঢাকা (০৯ ডিসেম্বর) : ১৮ দলের অবরোধ চলাকালীন সময় নিহত হয়েছেন এক পিকেটার। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সকাল সাড়ে নয়টায় একটি দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ওই পিকেটার নিহত হন বলে জানা গেছে। তবে নিহতের নাম পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) নিশারুল আরিফ বাংলানিউজকে জানান, পিকেটিং করার সময় একটি দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।
এদিকে অপর এক ঘটনায় বাসাবো বিশ্বরোড এলাকায় বিক্ষুদ্ধ অবরোধকারীরা আগুন লাগিয়ে দেয় একটি যাত্রীবাহী বাসে। এ সময় ওই বাসে থাকা মাজেদা আক্তার পলি নামের এক নারী মারাত্মক আহত হন। পরবর্তীতে স্থানীয়রা পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়।
নিউজরুম