নয়া পল্টনে জামায়াতের ট্রাইব্যুনাল বিরোধী মিছিল

0
720
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (০৯ ডিসেম্বর) : মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধের দাবিতে মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

অবরোধ কর্মসূচীতে অংশ নিয়ে সকাল সাড়ে নয়টার দিকে ফকিরাপুল থেকে মিছিল বের করে তারা।

সহস্রাধিক নেতাকর্মী বেষ্টিত মিছিলে নেতৃত্বে দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর সেক্রেটারী নুরুল ইসলাম বুলবুল ও নায়েবে আমীর সেলিমুদ্দিন।

মিছিলটি ফকিরাপুল থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয় নগর মোড়ে গিয়ে শেষ হয়।  

এসময় সংক্ষিপ্ত জনসভায় সেলিমুদ্দিন বলেন, তাদের দলের শীরষ নেতাদের মিথ্যা বিচার করা হচ্ছে। দলের নেতাদের বিরুদ্ধে অত্যাহার নির্যাতন চললে লাগাতার হরতাল দেওয়া হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী এক বছর পরে যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন  করেন। এরপর ২০১২ সালে আরো একটি ট্রাইব্যুনাল গঠন করে সরকার।
 
এ দুটি ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও ধর্মান্তরকরণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলার বিচার চলছে। এর মধ্যে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলাটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে।

নিউজরুম

শেয়ার করুন